আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেন কেন মিছিলটাকে সাইড দিলো না!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ট্রেনের এত বড় সাহস! মিছিল দেখেও চালিয়ে যেতে চায়? ট্রেনে কাটা পরা অসহায় মানুষগুলোকে যে সমস্ত নরপশু চলন্ত ট্রেনের সামনে ঠেলে দিতে পারে - তাদের আবার রাজনীতি! ট্রেন তো খালেদার আঙুলের ইশারায় চলে যে ইচ্ছে হলেই তাকে থামিয়ে দেয়া যায়! পৃথিবীতে উজবুক দেখেছি কিন্তু খালেদা জিয়ার ইদানিং কালের অভিযোগের এমন কমেডি দেখি নাই। সাকা, দেলুর পরে এখন খালেদা নেমেছে এন্টারটেইনমেন্টে। সরকার ট্রেন উঠিয়ে দিয়েছে বিএনপির মিছিলে...মানুষের মাথায় কিঞ্চিত ঘিলু থাকলেও এমন হাস্যকর অভিযোগ কেউ করবে না। এসরকার নিঃসন্দেহে বিরোধী মতকে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু তাই বলে এমন আহাম্মকের মত অভিযোগ উত্থাপন করলে বিরোধী দল হিসাবে একটা নেতানো দলের পরিচয়ই প্রকাশ পায় বিএনপির, যা আওয়ামী শাষনকে আরো সুযোগ করে দেয়। মিছিল বা গণজমায়েতের হাজারো মানুষের ভিড়কে নিয়ন্ত্রণের বদলে কেউ যদি বিপদে ফেলতে চায়, সেটা অনায়েসেই সম্ভব। একটা হুজুগ উঠিয়ে দিলেই হলো। উৎসাহী পাতি নেতাদের ট্রেন জ্বালিয়ে দেবার বা ট্রেনের উপরে ক্ষোভ প্রদর্শনের একটা আকাঙ্খাও থাকতে পারে। যারা ক্যাডারভিত্তিক রাজনীতি করেছে তাদের এসব সিমটম থাকে। ট্রেনের নিচে মানুষকে ঠেলে এভাবে হত্যা করার পুরো দায়ভার এজন্য খালেদা জিয়ার মত আহম্মক নেত্রীর....কি আবদার, ট্রেনকেও সাইড দিতে হবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.