আমাদের কথা খুঁজে নিন

   

আমিন বাজার ট্যাজিডি: শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা



ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে তুরাগ নদীতে নিমজ্জিত বাস থেকে সকাল থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে। তুরাগ নদীতীরে অপেক্ষমান স্বজনদের দৃষ্টি এখন নিমজ্জিত বাস আর উদ্ধারকারীদের দিকে। এই বুঝি তার স্বজনের লাশটি উদ্ধার হল। এখন লাশই যেন তাদের এক মাত্র ভরসা। ইতোমধ্যে কয়েকটি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারীরা।

রাত-দিন অপেক্ষা আর চোখের জল ফেলতে ফেলতে এখন অনেকটাই পাথর তুরাগতীরে অপেক্ষমান মানুষ গুলো। তার পরও পানির নিচ থেকে একটি লাশ উদ্ধার হলেই সবাই আ-হা-হা করে আর্তনাত করছে। জানিনা বাসের নিখোজঁ সব যাত্রীর লাশ উদ্ধার সম্ভব হবে কিনা। যদি না হয় তাহলে হয়তো অনেক স্বজনকেই ঘরে ফিরতে হবে খালি হাতে। প্রিয়জনের মুত দেহটিও জুটবে না ফেরার সময়।

হতভাগ্য এসব মানুষ গুলো কি জবাব দিবে বাড়ি ফিরে। মা-বাবা, ভাই-বোন কিম্বা স্ত্রী- সন্তান অপেক্ষা করছে প্রিয় মানুষের লাশের জন্য। কবরস্থত করার আগে অন্তত্ব একবার ঐ প্রিয় মুখটি দেখার জন্য......................। স্বজন হারানো সেই সব মানুষ গুলোকে সান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই। মহান আল্লাহর কাছে কামনা তাদের এই শোক তুমি সইবার শক্তি ধাও।

বাস দুর্ঘটনায় নিহতদের আত্বার শান্তি কামনার পাশাপাশি শোর্কাত পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা...............।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.