আমাদের কথা খুঁজে নিন

   

ম্যান অফ স্টিলঃসিম্বল অফ হৌপ

ডেড
ডাইরেক্টরঃ জেক স্নাইডার প্রডিউসারঃ খ্রিস্টোফার নোলান অভিনয়েঃ হেনরি কেভিল , রাসেল ক্রু , এমি এডামস , মাইকেল শ্যানন প্রমুখ জ্যাক স্নাইডারের কাজ কারবার কেমন 300 নামের মুভিটা যারা দেখেছেন বুঝতে পারবেন। সাকার পাঞ্চ, ওয়াচমেন দেখা থাকলে আরো ওয়াইড রেঞ্জে ধারণা থাকার কথা। আর খ্রিস্টোফার নোলানের ব্যপারে কি লিখবো। দ্যা ডার্ক নাইট আরো স্পেসিফিকেলি ব্যটমেন ট্রলজি, ইনসেপশন, প্রেস্টিজ , মিমিন্টো। এইগুলার একটা দেখা থাকলেই বুঝতে পারবেন পাওয়ার অফ নোলান।

এদের দুইজনের হাত ধরে এসেছে ম্যান অফ স্টিল। সুপারহিরো যত মুভি আছে তার মাঝে সুপারম্যান নিয়ে চর্চা হয় বেশী। নাম সুপারম্যান হলেও সুপারম্যান নিয়ে নাকি সুপার মুভি হয় না বরং মানুষ মুখ ত্যাড়া করে বেশী। তবে এইখানে এমনটা হয় নি। সুপারম্যান নতুন আচার ব্যাবহার নিয়ে হাজির হয়েছে এই মুভিতে।

অতিমাত্রার জটিলতা বর্জিত কাহিনী সরল রেখা ধরে গেছে। সরল রেখা ধরে গেছে বলে বুঝবেন না কাহিনী যুত পায় নাই মনে হয়। এমনটা ভাবা ভুল। ডেলিশাস কাহিনী করতে এস গয়ার এক চিমটি এক চিমিটি করে ঠিক ঠিক যায়গা মত কমপ্লেক্স রেখে দিয়েছেন। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চাইবেন পরে কি হয়।

নিখুত সিনমাটোগ্রাফি। একশান দৃশ্যের প্রাচুর্য আছে মুভিতে। একশান লাভারদের ভালো লাগেবে নিঃসন্দেহে। ক্লার্ক কেন্ট উরফে কাল এল উরফে সুপারম্যনের অভিনয় হয়েছে ছবিতে সবচেয়ে সুন্দর। একদম নিউ ডেফিনেশন নিয়ে হাজির এবারের সুপারম্যান।

হেনরি কেভিল চমৎকার অভিনয় করেছেন। ছবির জন্য নির্ভুল সিলেকশন। রাসেল ক্রু তো সেরা অভিনেতা তার মত তিনি অভিনয় করে গেছেন। ছবিতে ব্যলেন্স রাখার জন্য আরেকটা পার্ফেক্ট সিলেকশন হলেন মাইকেল শ্যানন যিনি ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। এই পর্শনে স্পয়লার থাকতে পারেঃ জেক , নোলান টাইপ মুভি মেকার ক্রিটিকদের মাথায় রেখে মুভি তৈরী করেন না।

নিজেরা যেইটাতে আরাম পান সেটাই মুভিতে ঢেলে দেন। মুভিতে ভালো স্পেশাল ইফেক্ট আছে তবে একটা দুইটা দৃশ্যে মনে হবে ভিডিও গেমের ট্রেলার। কোন যায়গায় একশন লো গেছে ঠিক পরের অংশেই জমজমাট। রোমানস লাভারদের জন্য পরিমিত রোমানস থাকলে আর জোস হতো। এই টাইপ মুভিতে রোমানস সবসময় কাজে দেয়।

তারপরও বলবো মুভি অবশ্যই দেখার মতো। সুপারম্যান মুভি হওয়া সুপার হবে সবাই এমনটাই আশা করে। এই আশাই মুলত আশাহত করে সবাইকে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.