জানি না
পররাষ্ট্রমন্ত্রীর দফতরের পরিচালক শাহনাজ গাজীর পোস্টিং নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে। নিউইয়র্ক কেলে-ঙ্কারির পর তাকে পররাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত। শাহনাজ গাজীকে নেপালে সার্ক সচিবালয়ে পোস্টিং দেয়া হচ্ছে বলে খবর প্রকাশের পর এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে রীতিমত ক্ষোভ তৈরি হয়েছে।
শাহনাজ গাজীকে সার্ক সচিবালয়ে পোস্টিং দেয়া হলে এটা তার জন্য প্রাইজ পোস্টিং হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। শাহনাজ গাজীর পোস্টিংয়ের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল আমার দেশকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী চাইছেন তাকে সার্ক সচিবালয়ে পোস্টিং দিতে।
অন্যদিকে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এই পোস্টিংয়ের বিরোধী। কারণ শাহনাজ গাজীর সার্ক ডেস্ক, এমনকি দক্ষিণ এশিয়াবিষয়ক ডেস্কেও কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। এছাড়া নিউইয়র্ক কেলেঙ্কারির পর এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে দেয়া হলে আবার নতুন করে বিতর্ক তৈরি হবে।
মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, সার্ক সচিবালয়ে শাহনাজ গাজীকে পোস্টিং দেয়া হলে তা হবে তার জন্য প্রাইজ পোস্টিং। যাকে নিয়ে নানা বিতর্ক চলছে তাকে কেন পুরস্কৃত করা হবে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।