আমাদের কথা খুঁজে নিন

   

শাহনাজ গাজীর কক্ষে প্রবেশ : নিউইয়র্ক থেকে দেশে ফেরত



মাতাল অবস্থায় মধ্যরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহিলা কর্মকর্তার কক্ষে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) মাহবুবুল হক শাকিলকে নিউইয়র্ক থেকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। সূত্র: নিউজ ওয়ার্ল্ড রবিবার শাকিলের দেশে ফেরার বিষয়টি স্বীকার করলেও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মুখ্য সচিব মো. আবদুল করিম এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি বলে সূত্রটি প্রকাশ করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাকিল নিউইয়র্ক সিটির গ্র্যান্ড হায়াত হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর অফিসের পরিচালক শাহনাজ গাজীর কক্ষে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তিনি মাতাল ছিলেন বলে জানা গেলেও তিনি শাহনাজের কক্ষে প্রবেশ করতে পেরেছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে বিষয়টি নিরাপত্তা বিভাগকে অবহিত করা হলে এ ধরনের কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রের আইনে যৌন হয়রানির দায়ে কঠোর শাস্তির বিধান রয়েছে জানিয়ে বাংলাদেশ প্রতিনিধি দলকে অবহিত করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে শাকিলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয়া হলে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.