আমাদের কথা খুঁজে নিন

   

মাছরাঙা প্রেমিক তুমি চাইলেই কি চলে যেতে পারো,জলযান ছেড়ে পালানো কি নাবিকের কাজ!

সাপের শরীর হয়ে আঁধারের গাছ/ কুয়াশার বন্যায় ডুবো দেবী মাছ!
১. ভুল নিঃশ্বাসে যখন আমাকে ভেতরে টানো,সদ্য ঘুম ভাঙা তোমাকে আমার বড় প্রাচীন মনে হয়,যেমনটা বুড়ো পৃথিবীর মত; যেমনটা প্রেম...! ২. আমার বুকে মধ্যে যে পাখিটা- ছড়ানো ডানার উদ্ধত রূপ, মধ্যদুপুরে অস্থির ঘুমে পাখিটা ঝুমঝুম করে; যেমন করে তিস্তার চরে রক্ত মরিচেরা ঝুমঝুম করে সকাল থেকে পরদিন সকাল অবধি... বাটন টিপে টিপে যে বার্তারা ঊর্ধ্ব গগনে মাদল বাজায়,বুকের পাখিটা তার স্বাদ, তার অনাবাদী আকাশে এ যেন স্থুলপ্রেম, এ যেন এক জীবন ব্যাধি। ৩. এখন নদী শান্ত অনেক এখন আকাশ আঁধার একা এখন আমি তোমায় ভাবছি... ৪. আমায় এক দুপুরে একটি কবিতা দিয়েছে সে এক পাশে তার দক্ষিণ হাত দ্বিধার দুয়ারে...... ৫. কেনো!আমি কি তোমাকে ফিরতে বলেছি আমার দুপুর কি করে কেটেছে,আমার অন্নে স্বাদ ছিল কি না, আমার ঘুমে মৃত আত্মার হাত ছিল কিনা আমার কবিতায় কাকে বুনেছি! সেসব জানতে,আমি কি তোমায় ফিরতে বলেছি কখনো?কড়া ঘাড়ের উপর ভালবাসা চাপিয়ে আমি কি বলেছি, এখন এবার জোয়াল টানো!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.