যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
প্রখর সুর্যালোকে ছড়াও রূপের আগুন
রঙধনুর রঙের আবির মাখা তোমার পালকে
দুচোখে কাজল আঁকে ভোরের শিশির
তোমার অনন্ত প্রাণচন্চল দেহে চির ফাল্গুন।
যখন সভ্যতার শীর্ষদেশে আছড়ে পড়ে উর্মীদল
জলপরীদের অন্তরের গহীনে জ্বালাও বাসনা প্রদীপ
অনাদিকালের বিস্মিত সুখ আঁকো ঠোঁটের উপর
হৃদয়ের গোপন ভাঁজে লুকাও সাত সাগরের জল।
শতবছরের ধ্যানমগ্ন সন্ন্যাসীর মতো একাগ্রচিত্ত
দৃষ্টির প্রান্তসীমায় আলোড়িত বর্ণিল মাছ
রক্তে বান ডাকে সুনীল অতল জলের আহবান
হাতছানি দিয়ে ডাকে ঢেউয়ের কারুকাজ।
অকুতোভয় যোদ্ধার মতো কঠোর সংগ্রামী জীবন
বিক্ষুব্দ ঢেউয়ের বুক চিরে করো খাদ্যের সন্ধান
শত প্রতিকূলতায় অনুপ্রেরণা যোগাও টিকে থাকার
স্বীয় মাধুর্যে সর্বদাই থাকো চির অম্লান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।