আমাদের কথা খুঁজে নিন

   

মাছরাঙা টেলিভিশন ও আমাদের লজ্জা ।।

টেক্সটাইল প্রকৌশলী হিসাবে কর্মরত । কিছুদিন আগে মাছরাঙা টেলিভিশন ভারত-নিউজিল্যান্ড এর টেস্ট ম্যাচ এবং টি-টুয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করে। (ঈদ এর অনুষ্ঠান বাদ দিয়ে) মেনে নিয়েছিলাম ব্যাপারটা কারন ঐ মুহূর্তে বাংলাদেশের কোন খেলা চলছিলো না। ভাবছিলাম যেহেতু বাংলাদেশের খেলা বাদ দিয়া অন্য দেশের খেলা দেখাইতেছেনা সেহেতু প্রবলেম কি? যা চলতেছে তাই দেখাক। যদিও তার কিছুদিন আগেই বাংলাদেশের ইউরোপ সফরে আয়ারল্যান্ড, হল্যান্ড এবং স্কটল্যান্ডের সাথে খেলছে কিন্তু কোন চ্যানেল খেলা সম্প্রচার না করায় ক্রিকইনফো দিয়েই আমাদের মতো খেলা পাগলাদের কাজ চালাইতে হইছিলো, গ্রামের দর্শকদের একমাত্র ভরসা ছিলো টেলিভিশনের খবর কিংবা পরদিনের খবরের কাগজ।

কিন্তু আজ বাংলাদেশ-আয়ারল্যান্ডের খেলা থাকা শর্তেও সেটি প্রচারে কোন আগ্রহ দেখায়নি মাছরাঙা টেলিভিশন, প্রচার করছে ভারত-পাকিস্তান খেলা। তারা ভারত-পাকিস্তান ম্যাচ সম্প্রচার করবে ভালো কথা, হাইপ্রোফাইল একটা ম্যাচ সম্প্রচার করে তারা তাদের টিআরপি বাড়ানোর চেষ্টা করতেই পারে কিন্তু তারা তো সকালে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচও সম্প্রচার করতে পারতো, তারা তো জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমুলক ম্যাচটাও সম্প্রচার করতে পারতো। কেনো করেনি হারামিরা? এর কারন কি শুধুই ব্যাবসা? ব্যাবসার উদ্দেশ্য থাকলে তো তারা ভারত-পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের ম্যাচও সম্প্রচার করতে পারতো। তাতে তো তাদের ব্যাবসা আরো বেশিই হত। অন্য কোন দেশের টিভি চ্যানেল তো নিজের দেশের খেলা ফেলে অন্যের খেলা প্রচার করেনা।

তারমানে কি ব্যাবসা ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সূক্ষ্মভাবে অবহেলা করলো মাছরাঙা? তারা কি এটাই বুঝিয়ে দিলো যে বাংলাদেশের খেলার খবর তারা রাখার প্রয়োজন মনে করেনা? তাইলে শুইনা রাখ মাছরাঙা, দৌড়া বাঘ আইলো !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.