আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষায় আমি মাছরাঙা....

্‌আমার নিজস্ব একটা কষ্ট আছে,আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসেনা তোমার জীবনে আমি সূর্য হয়ে উদিত হতে চাইনি অস্তমিত হয়ে যাওয়ার ভয়ে। তোমার জীবনে আমি চাঁদ হয়েও উদিত হতে চাইনি ক্ষয়ে যাওয়ার ভয়ে। তিব্র ভালবাসার অনুভূতিটা কি তা আর কি করে বোঝাব তোমায় যে বাসে ভলো সেই জানে সে ভালোবাসার গভীরতা কতটুকু্। যদি চাও সে ভালোবাসার গভীরতা মাপতে আপত্তি নেই জানি তল খুঁজে পাবে না। যাই বল যেটাই বল মেনে নেয়ার অভ্যাস আছে আমার। শুধু তোমারই জন্য অপেক্ষায় আমি মাছরাঙা তুমি মাছ হয়ে ভাসবে কখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।