আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
তোর সাথে আজ আমার দেখা
না হয় যদি নাই হবে
তুই যেটা চাস সেটাই তো হয়
আজ ও না হয় তাই হবে
আজকে দেখা করতে হবে
এইটা ছিলো তোর চাওয়া
আমার তো তুই যেমন বলিস
তেমন সুরেই গান গাওয়া
ফাঁকি দেয়ার স্বভাবটা শ্রেফ
তোর বেলাতেই আমার না
জেনে রাখিস পথটা আমার
চলার জন্য্ থামার না
আমায় যতই দিবি ফাঁকি
কি ততটাই পরবে বাকি
কৈফিয়তের লাল খাতা
একটা সময় বসবে বাকি
ভালোবাসার হাল খাতা ।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।