ঈদ শেষ। কিন্তু নগরীর বিনোদন কেন্দ্রগুলোয় ঈদের আমেজ এখনো রয়ে গেছে। গ্রামে পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি উপভোগ করে মানুষ এরই মধ্যে শহরে ফিরতে শুরু করেছে। আশা করা হচ্ছে আগামীকাল থেকেই পুরোদমে নগরী আবার কর্মব্যস্ত চেহারা ফিরে পাবে। এদিকে নিজ শহরে ফিরে গতকাল ছুটির দিনে রাজধানীবাসী প্রিয়জনকে নিয়ে বিনোদন কেন্দ্রগুলোয় হাজির হন। এতে সব বয়সী মানুষের কোলাহলে মুখরিত হয়ে ওঠে জাতীয় শিশু পার্ক, মিরপুর চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রিমা উদ্যান, নভোথিয়েটার, শ্যামলী শিশু মেলা, হাতিরঝিল, কুড়িল ফ্লাইওভার, আহসান মঞ্জিল এবং স্টার সিনেপ্লেঙ্সহ বিভিন্ন ফাস্টফুড ও রেস্টুরেন্টের দোকান।
জুমার নামাজ শেষে দুপুরের পর থেকেই বিনোদন কেন্দ্রগুলোয় দর্শকের ভিড় বাড়তে শুরু করে। বিশেষ করে বড়দের হাত ধরে শিশুদের প্রাণোচ্ছল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকাল নামতেই প্রতিটি বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড় দেখা যায়। দর্শকের সঙ্গে কথা বলে বোঝা গেল তাদের মধ্যে ঈদের আমেজ এখনো রয়ে গেছে। মিরপুর থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে আসা এনজিও কর্মকর্তা স্বপন বলেন, হরতাল ও শোক দিবসের কারণে গ্রাম থেকে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছি। আগামীকাল (আজ শনিবার) ছুটি শেষ হবে। সন্তানের বায়নার কারণে চিড়িয়াখানায় এসেছি।
এ ছাড়া গতকাল ঢাকার আশপাশ থেকে দর্শনার্থীদের ছোট বাস ও গাড়ি রিজার্ভ করে দলবেঁধে আশুলিয়া, নভোথিয়েটার ও শিশু পার্কে বেড়াতে আসতে দেখা যায়। গাজীপুর থেকে শিশু পার্কে আগত ব্যবসায়ী শফিক বলেন, ঈদের ছুটি প্রায় শেষ। বন্ধুদের অনুরোধে আজ দলবেঁধে ঘুরতে বের হলাম। এদিকে, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নগরীর হাতিরঝিল এবং কুড়িল ফ্লাইওভারে পরিবার, বন্ধুবান্ধব নিয়ে দর্শনার্থীদের দলবেঁধে ঘুরতে দেখা যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।