আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে স্কুলের দফতরি নিয়োগে বাণিজ্য

রংপুরের বদরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের 'দফতরি কাম নৈশপ্রহরী' নিয়োগ নিয়ে অনৈতিক বাণিজ্যের অভিযোগ উঠেছে। এতে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আওয়ামী লীগ নেতারাও এর সঙ্গে জড়িত থাকার খবর পাওয়া গেছে। এ নিয়ে আন্দোলনের হুমকি দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতারা। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের নাম ভাঙিয়ে নিয়োগ বাণিজ্য করলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। জানা যায়, দ্বিতীয় ধাপে বদরগঞ্জ উপজেলার ২৭ প্রাথমিক বিদ্যালয়ে 'দফতরি কাম নৈশপ্রহরী' পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় উপজেলা প্রশাসন। সে অনুযায়ী ১৬ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, ওই নিয়োগ পরীক্ষা ছিল পুরোপুরি লোক দেখানো। কারণ এর আগের রাতে নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন হাবিবুর রহমান হাবিব ও ওয়াহিদুজ্জামান নামে দুই শিক্ষক নেতা। এদের একজন স্থানীয় সংসদ সদস্য ও আরেকজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আস্থাভাজন। এ দুই শিক্ষক নেতাই মূলত গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে। এই দুজনের দাবি অনুযায়ী যারা অর্থ দিতে সক্ষম হয়েছেন নিয়োগ পরীক্ষায় তাদেরই নাম প্রথম পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে কয়েকটি বিদ্যালয়ে বিচ্ছিন্ন ঘটনার খবরও রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা ওই দুই শিক্ষক নেতার কাছে না গিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে ম্যানেজ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কালুপাড়া মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক জামায়াত কর্মীকে নিয়োগ দেওয়ার জন্য সভাপতিকে এক লাখ ও প্রধান শিক্ষককে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়। চূড়ান্ত নিয়োগের আগ পর্যন্ত মুখ বন্ধ রাখতে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু এতে বাধ সেধেছেন উপজেলা ছাত্রলীগ নেতা-কর্মীরা। তাদের দাবি জামায়াতকর্মীকে কোনোভাবেই চাকরি দেওয়া যাবে না। এদিকে খোর্দবাগবাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য স্থানীয় দুজন মুক্তিযোদ্ধা এক জামায়াত কর্মীর পক্ষে জোর তৎপরতা চালাচ্ছেন বলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেছেন। এ ছাড়া শংকরপুর ঝাড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য এক যুবকের কাছ থেকে এক শিক্ষক নেতা দেড় লাখ টাকা নিয়ে আবার ফেরত দিয়েছেন। এর কারণ হিসেবে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতারা এক শারীরিক প্রতিবন্ধীর কাছ থেকে আরও বেশি টাকা নেওয়ায় ওই শিক্ষক নেতা নিয়োগ দিতে পারবেন না জানিয়ে টাকা ফেরত দিয়েছেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুবার রহমান হাবলু বলেন, খোর্দবাগবাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যার নামে সুপারিশ করা হয়েছে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠাতার ছেলে। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত নন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী বলেন, ওয়ারেছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়ার জন্য এক হতদরিদ্র যুবকের নাম সুপারিশ করা হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক নাসিমা বেগম মোটা অঙ্কের টাকা নিয়ে আরেকজনকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছেন। ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, যেসব বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেগুলোর নিয়োগ স্থগিত করা হবে। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, বিষয়টি নানাভাবে কানে আসছে। নিয়োগ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.