আমাদের কথা খুঁজে নিন

   

দুই দলের মনোনীতরা সর্বদলীয় সরকার গঠন করুন

বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মওলানা জিয়াউল হাসান বলেছেন, দুই দলের মনোনীত ব্যক্তিরা কখনো নির্দলীয় হতে পারে না, অবিলম্বে সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠন করুন। তারাই আলোচনা করে সরকারপ্রধান নির্ধারণ করবেন। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। জিয়াউল হাসান বলেন, পাঁচ বছর ধরে বিরোধীদলীয় নেতা নির্দলীয় সরকারের দাবিতে হরতালসহ নানা কর্মসূচির মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকার পতনের আলটিমেটাম দিয়ে ব্যর্থ হন। এ ব্যর্থতার কারণে তিনি নির্দলীয় সরকারের দাবি থেকে সরে এসে দুই দলের মনোনীত ব্যক্তিদের দিয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। অপরদিকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনই সঠিক কাজ। খালেদা জিয়াকে প্রশ্ন রেখে তিনি বলেন, তিন দিনের হরতালে ১৪ জন মানুষ মারা গেল, আপনি কি তাদের জীবন ফিরিয়ে দিতে পারবেন? এটা কি মানবতাবিরোধী কাজ নয়? ৪২ বছর আগে যারা মানবতাবিরোধী কাজ করেছিল আপনি তাদের মুক্তি দাবি করেন আর বর্তমানে হরতাল দিয়ে মানুষ মেরে আপনি মানবতাবিরোধী অপরাধ করছেন। আপনার বিচার এই বাংলার মাটিতে করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি জোবাইদ আলী, আলহাজ আবদুস সোবহান মিয়া, মওলানা মহিব উল্লাহ মোজাদ্দেদী, মওলানা মুসলেহ উদ্দিন ফুরকান প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.