যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩, কুমিল্লা ও মুন্সীগঞ্জে ২ জন নিহত হয়েছেন।
যশোর : গতকাল শুক্রবার যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মহিলা ও এক কিশোরীসহ ৩ জন নিহত এবং ১০ আহত হয়েছেন। আহতদের মধ্যে চার শিশু ও ২ জন মহিলা রয়েছেন। তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার বেলা ১২টার দিকে যশোর-মাগুরা সড়কের পাঁচবাড়িয়ায় ট্রাক ও নসিমনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক মহিলা (৬০) ও এক কিশোরী (১২) নিহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় নসিমনের অপর ১০ যাত্রী আহত হন। এদিকে গতকাল শুক্রবার ভোরে যশোর শহরের বিমান অফিস মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন নসিমন চালক আব্দুর রশিদ (৩৫)। তিনি সদর উপজেলার আফরা গ্রামের শেখরদার হোসেনের ছেলে। কুমিল্লা : জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের বারেশ্বর এলাকায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মামুন ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন উপজেলার কল্পবাস গ্রামের সোনা মিয়ার ছেলে। আহত হন একই গ্রামের আবদুল মান্নানসহ ২জন। মুন্সীগঞ্জ : শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সদর উপজেলার ছোট মাকহাটি জামে মসজিদের কাছে পাথরভর্তি পণ্যবাহী ট্রাক খাদে পড়ে মুজিদ মৃধা (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও অপর ২ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।