খুলনায় সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে তৈরি একটি গোয়েন্দা প্রতিবেদনে রূপসা উপজেলা ছাত্রলীগ, কৃষক লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের জামায়াত-শিবিরের সহযোগী হিসেবে চিহ্নিত করা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় একটি মহল পুলিশের গোয়েন্দা সংস্থাকে ভুল তথ্য দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। জানা যায়, পুলিশের একটি গোয়েন্দা সংস্থার কাছে সম্প্রতি মাঠ পর্যায় থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, মান্নান ওরফে বাবা মান্নান, ছোট বাবু (আবু আহাদ হাফিজ বাবু), আইতু বাবু ও গোলাম খাঁ খুলনার রূপসা, তেরখাদা, দীঘলিয়া, বটিয়াঘাটা ও বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ত্রাস। তারা শিবিরের সহযোগী হিসেবে সম্প্রতি সময়ে খুলনা শহরের পিটিআই মোড়, রয়্যাল চত্বর ও বাগেরহাটের কাটাখালীতে র্যাব-পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অংশ নেয় বলে উল্লেখ করা হয়েছে। তবে দলীয় সূত্রে জানা যায়, মান্নান খুলনা জেলা কৃষক লীগের কোষাধ্যক্ষ ও রূপসা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এবং ছোট বাবু রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। আইতু বাবু ও গোলাম খাঁ যুবলীগের কর্মী বলে জানানো হয়। রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবু জাফর বলেন, মান্নান ও ছোট বাবু দলের জন্য নিবেদিত প্রাণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।