আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় মানুষদেরকে পেন্সিলের আঁচড়ে...

পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী
প্রিয় বন্ধুদেরকে এঁকেছি। শেয়ার করছি সেগুলো। * পুনম। কাছের বন্ধুদের মধ্যে ও একজন। বিধাতা ওকে একটি চমৎকার হাসি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন! ওর সবচেয়ে ভাল গুণ হল অবস্থা সামাল দেয়ার ক্ষেত্রে একটি নিরপেক্ষ মানসিকতা নিয়ে এগিয়ে আসা।

* শুভ। আমার আজকের আমি হয়ে ওঠার পেছনে যার অনেক অবদান। ওর গুণ হল ও বেশ প্রতিবাদী। আর হ্যাঁ, ও খুব দারুণ গায়! * ইমরান। আমার ঘোরাঘুরি পাগল বন্ধুদের মধ্যে একজন।

ওর একটি সরল মন আছে যা নিয়ে তর্ক করতে ও খুবি মজা পায়! * মেঘলা। ইনিও চমৎকার একটি হাসির মালিক! পড়াশোনায় অত্যন্ত ভাল। বন্ধুদের খাওয়া-দাওয়ানোর ক্ষেত্রেও বেশ উদার তিনি কত মহান! * স্মৃতি। ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় আমি স্টুডেন্টদের লাইনের মাঝে টপকে পড়েছিলাম এবং ইনার আগে দাঁড়িয়েছিলাম। ইনি ভ্রু কুঁচকে বলেন- 'এঁকে হটাও!' সেই থেকে আমরা খুব ভাল বন্ধু! ব্যাপার হল, ক্লাস গ্রুপিং এ সৌভাগ্যবশত ইনি-আমি একই গ্রুপে ছিলাম এবং আমি ইংরেজিতে একটু ভাল থাকায় ম্যাডাম আমার প্রতি বেশ যত্নবতী ছিলেন! যাক, মজা নিতে আমার খুব লক্ষ্মী লাগে! ও খুব আদুরে।

দেখতে ছোটখাটো কিউট একটা বুড়ি নানীর মত। চশমাও পড়ে, ঠিক পণ্ডিতের মত। ভাবছেন, ওকে নিয়ে এত বকবক করছি ক্যান? এগুলো তো ওর সামনে বলতে পারবো না। পেটাবে! * আরেফিন। সব কথায় 'আচ্ছা' বলা পাবলিক।

পলিটিক্স করলে ভালই করতো ছোড়া যাই হোক, খুবই ভাল একটা ছেলে ও। * নিবিড়। খুব ভাল ছবি তোলে। আবৃত্তি করে। গ্যাঁজা দাঁতে খুব সুন্দর হাসে।

ওর সাথে আমার একদিনের একটা দারুণ অভিজ্ঞতা আছে! ওল্ড ডেজ! * অরণ্যা। ও আমার কাছের বন্ধু নয়, সহপাঠী। যেদিনের তোলা ছবি থেকে ওকে এঁকেছি, সেদিন ওকে আসলেই খুব ভাল লাগছিল। তাই মন হল আঁকি। ওর হাসিটা সুন্দর।

বাহ! সুন্দর হাসিমুখের বন্ধু-সহপাঠী পেয়ে ভালই লাগছে। * একজন ভাল মনের মানুষ। সচেষ্ট একজন মানুষ। * খুব ভাল লেখেন ইনি। খুব ভাল লেখেন।

অন্যরকম একজন। (ইনকমপ্লিট ভার্সন) * আমার প্রিয় ভারতীয় এক অভিনেত্রী। To be continued...
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.