আতশবাজি
আমি এখন পৃথিবীকে চাই,
পৃথিবী থেকে আমি তাই;
এখন বিদায় নেব না।
বিদায় বেলার অশ্রুবিন্দুটুকু
এখনই তারে দেব না।
পৃথিবী আমাকে চায় না যদিও;
তবু এমন প্রিয় হব তদ্বীয়,
তখন আমি চাইব না আর মহীকে
যদিও ধরা অশ্রুছেড়ে তখন শুধু কাঁদবে,
কেঁদে কেঁদে আমায় শুধু সাধবে
বাঁধবে আমায়, চাইবে আমার ওহীকে।
আমি পৌঁছব এমন আবস্থানে,
কাঁদবে ভুবন গিয়ে আমার গোরস্থানে;
জয়ের মৃদু হাসি তখন আমি তারে দেব
আর আমি, তখনই বিদায় নেব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।