আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্ধান্ত নিন

নামটা মনে রাখবেন তখনো আনিকার প্রেমে পড়িনি। তাই টাকা জমিয়ে বা চুরি করে মোবাইলে না ভরে গল্পের বই কিনতাম। আমাদের স্কুলের কাছে এক চেনা গল্পের বইএর দোকান ছিলো। বাসা থেকে হেঁটে স্কুলে গিয়ে, রিক্সা ভাড়া বাঁচিয়ে টাকা জমাতাম। এক দিন বইএর দোকানে ঢুকে বই দেখছিলাম লোভী চোখে।

কোন বইটা এর পর কিনবো। কোনটা কেনার টাকা আমার আছে। হাতে নিয়ে উল্টেপাল্টে দেখছিলাম। তখন এক আন্টি তার শিশুপুত্রকে নিয়ে দোকানে ঢুকলেন খাতা-কলম কিনতে। ওনার চোখ পড়লো আমার উপর।

আমার গায়ে ছিলো স্কুল্ড্রেস। উনি বললেন, "তুমি কোন ক্লাসে পড়ো?" বললাম, "ক্লাস টেন। " উনি গজগজ করলেন, "এস এস সি দিবা না? এখন কীসের গল্পের বই? এখন কি এগুলা পড়ার সময়? ... প্যান প্যান প্যানানি..." আমি পাত্তা দিলাম না। এগুলো শুনে অভ্যেস আছে। শুধু তার শিশুপুত্রের দিকে তাকিয়ে অসহায় ভাবে মাথা নাড়লাম।

বাচ্চাটার ভবিষ্যৎ অতিশয় কষ্টের। :/ ... আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বাচ্চাকে আমি পড়ার চাপ দিবো না। নিজে যে নরকযন্ত্রণা ভোগ করেছি, সেটা আর কাউকে দেবো না। আপনিও সিদ্ধান্ত নিন। ট্রাস্ট মি, এতে সুফলই বয়ে আনবে।

-_- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।