মূল পোস্ট পড়ুন ওয়ার্ডপ্রেসে
ইসলাম ধর্মে হিজাবের নিয়ম ছেলে-মেয়ে দুইয়ের জন্যই প্রযোজ্য। আর এর মধ্যে কাপড় ছাড়াও আছে দৃষ্টি, আব্রু ও চিন্তা বিষয়ক বিধিনিষেধ। তবে, আজকের বিশ্বায়নের যুগে, হিজাব বলতে প্রায় সময়ই আমরা মাথার কাপড়টুকুকে বুঝি।
ছবি: bcr8tive.com
মেয়েদের জন্য মাথার কাপড় কোন নতুন বিষয় না। ইহুদিদের মিতচাপাত, খৃষ্টানদের এপোস্টলনিক, আমিশদের বনেট, শিখ সম্প্রদায়ের চুন্নি, যোরোয়াস্ট্রিয়ানদের চাদর, হিন্দুদের ঘুংঘাট / ঘোমটা বহু আগে থেকেই প্রচলিত ছিল। এমনকি, যিশুর মা মরিয়মের সমস্ত চিত্রে তাঁকে ঘোমটা অবস্থায় দেখা যায় - যার অবশ্যই কোন ঐতিহাসিক পটভূমি আছে। তবে, বর্তমান সময়ের বিতর্ক শুধু ইসলামিক হিজাবকে নিয়েই।
আধুনিক বিশ্বে, সমাজ থেকে ধর্মপালনের সমস্ত চিহ্ন দূর করার প্রচেষ্টায়, হিজাব ব্যপারটা প্রায়ই ঝামেলার চোখে দেখা হয়। আর তাই হিজাব নিয়ে যুদ্ধ আজ সংঘটিত হচ্ছে মুসলিম বিশ্ব থেকে অনেক দুরে - পশ্চিমের ধর্মনিরপেক্ষ সমাজের কেন্দ্রবিন্দুতে।
সম্পূর্ন পোস্ট পড়ুন ওয়ার্ডপ্রেসে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।