আমাদের কথা খুঁজে নিন

   

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ‘জামায়াতকর্মী’ নিহত

পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে সিরাজপুর ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এনু মিয়ার বাড়িতে এ বিস্ফারণ হয়।
নিহত ইসমাইল হোসেন সুমন (২৮) বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদের ছেলে।
তিনি জামায়াত সংশ্লিষ্ট বসুরহাট ক্যাডেট মাদ্রাসার গাড়িচালক ছিলেন এবং জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে এনু মিয়ার বাড়িতে জামায়াতকর্মী মোহাদ্দেছের ঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়।


এতে ঘরের টিনের চাল উড়ে যায় এবং পুরো ঘরটি বিধ্বস্ত হয়।
পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বসুরহাট-কবিরহাট সড়কের করালিয়া এলাকা থেকে আহত অবস্থায় ইসমাইল হোসেন সুমনকে আটক এবং নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ইসমাইলের মৃত্যু হয়।
ওসি সাজেদুর রহমান আরো জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা জামাকাপড় ও বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
আহত অবস্থায় তিনজনকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে দেখেছেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।


এ ঘটনায় দুই শিবিরকর্মী শাহাজাদপুর গ্রামের জিয়াউল হকের ছেলে সামছুদ্দিন মানিক (২২) ও বসুরহাট পৌরসভার ছোট রাজাপুরের মীর আহম্মেদ সারেয়ের ছেলে জামাল উদ্দিনকে (৩২) আটক করা হয়েছে।
এছাড়া বাড়ির মালিক মোহাদ্দেছকে আটকের চেষ্টা চলছে, বলেন ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।