আসুক যত ঝড় বিপতি বাধা.... উননত করি শির ,নোয়াবোনা মাথা রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা মাওলানা এ কে এম ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। জাতির জন্য অনেক বড় সুসংবাদ নিঃসন্দেহে। অথচ জাতির কুলাঙ্গার জামাত শিবির এর প্রতিবাদে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। এই লজ্জা আমরা রাখবো কোথায় ???
* ১৯৭১ সালের মে মাসে খুলনায় খানজাহান আলী রোডে একটি আনসার ক্যাম্পে ৯৬ জন জামায়াতে ইসলামী কর্মী সমন্বয়ে জামায়াতে ইসলামীর পূর্ব পাকিস্তান শাখার সহকারী আমীর মাওলানা এ কে এম ইউসুফের নেতৃত্বে প্রথম রাজাকার বাহিনী গঠন করা হয়।
* ১৯৭১ সালে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৭ই সেপ্টেম্বর জারিকৃত এক অধ্যাদেশ বলে রাজাকার বাহিনীর সদস্যদের সেনাবাহিনীর সদস্যরূপে স্বীকৃতি দেয়।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সামরিক বাহিনী দ্বারা ত্রিশ লক্ষ বাংলাদেশী গণহত্যা, চার লক্ষ নারীর সম্ভ্রমহানী, পাইকারীভাবে বাংলাদেশীদের ঘর-বাড়ি-সম্পত্তি লুটপাট, সংখ্যালঘু অমুসলমানদের গণহত্যার সাথে রাজাকার বাহিনী সরাসরি জড়িত ছিল।
আজ যারা রাজাকারদের সাফাই গান, তাদের জন্য হরতাল ডাকেন, রাজপথে ধবংসযজ্ঞ চালান, মানুষ হত্যা করেন তাদের প্রশ্ন করি-
পারবেন একাত্তরে সম্ভ্রব হারানো চার লক্ষ মা-বোনদের জায়গায় আপনাদের মা-বোন-মেয়ে বন্ধুকে কল্পনা করতে?
পারবেন একাত্তরে নির্মমভাবে শহীদ হওয়া ত্রিশ লক্ষ মানুষের মাঝে আপনাদের বাবা-ভাই কিংবা নিজেকে কল্পনা করতে?
জানি, কল্পনা করতে পারবেন না নিজেকে একাত্তরে নিপীড়িতদের জায়গায়। কারন, নিজেকে সে জায়গায় কল্পনা করা যায় না। কেউ চায় না নিজের মা-বোন-স্ত্রী সম্ভ্রমহারা হোক, নিমর্মভাবে হত্যা শিকার হতে কেউ চায় না।
তাহলে কি করে আপনারা সমর্থন করে্ন এসব নরপশু রাজাকারদের?
এই বাংলার মাটিতে বিচার হতেই হবে রাজাকারদের..................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।