রবীন্দ্র-উত্তর বাংলা নাটকের পুরোধাপুরুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নাট্যচার্য সেলিম আল দীনের ৬৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।
এ উপলক্ষে সকাল ১০টায় সেলিম আল দীনের সমাধিতে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় উপাচার্যের সঙ্গে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এম এ মতিন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, শিক্ষক, অফিসার, কর্মচারি, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সেলিম আল দীনের সমাধিতে অন্যান্যদের মধ্যে আরো শ্রদ্ধা জানান নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সেলিম আল দীনের পত্নী বেগমজাদী মেহেরুন নেসা প্রমুখ।
এসময় নাট্যকারের সহধর্মিনী বেগমজাদী মেহেরুন নেসা বলেন, সেলিম আল দীনের জন্মজয়ন্তীতে বাইরে থেকে সকলেই উৎসব পালন করলেও পরিবারের ভিতরে কান্না থেকেই যায়। সেলিম আল দীনের বিভিন্ন অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন বলেও তিনি জানান।
এছাড়া কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, স্বপ্নদল, দ্যাশ বাঙলা নাট্যদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, সেলিম আল দীন পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর পুরাতন কলা ও মানবিকী অনুষদে সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক লুৎফর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।