আমাদের কথা খুঁজে নিন

   

ঐশীর জামিন নাকচ

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন। গত ১২ সেপ্টেম্বর দায়রা জজ আদালতে জামিনের এ আবেদন করেন ঐশীর আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও মাহবুব হাসান রানা। গতকাল তারা আদালতকে বলেন, যখন ঐশী এ মামলায় স্বীকারোক্তি দিয়েছিল তখন সে নেশাগ্রস্ত ছিল। তার চিকিৎসা না করেই জবানবন্দি রেকর্ড করেন বিচারক।

জামিন আবেদনের বিরোধিতা করে ঢাকা মহানগর অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রহমান বলেন, আদরের সন্তান ঐশীকে উচ্ছৃঙ্খল জীবনযাপন থেকে ফেরাতে প্রাণপণ চেষ্টা চালান মা ও বাবা। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। অবশেষে এর খেসারত হিসেবেই জীবন দিতে হলো তাদের। এই আসামিই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নিহতদের।

এই মামলা এখনো তদন্তাবস্থায় আছে।

আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত কাজে বাধা সৃষ্টি করতে পারে। সাক্ষীদের ভয়ভীতি দেখাতে পারে, তাই আসামির জামিন আবেদন বাতিল করা হোক। শুনানি শেষে বিচারক ঐশীর জামিন আবেদন নাকচ করেন। গত ১৬ আগস্ট রাজধানীর চ্যামেলীবাগের একটি ফ্লাট থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজ ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের মেয়ে ঐশী রহমান পল্টন থানা পুলিশের কাছে আত্দসমর্পণ করে।

ঐশী ও তাদের বাড়ির কাজের মেয়ে সুমীকে পাঁচ দিন রিমান্ডেও পাঠিয়েছিলেন আদালত। গত ২৪ আগস্ট ঐশীর জামিন আবেদন নাকচ করেছিলেন ঢাকার মহানগর হাকিম আদালত।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।