কারো কেও নই আমি ...
অনেকেই ঐশীর মাঝে শিশু খুঁজে পাচ্ছেন, পেটে নয়। এই শিশুর জন্য অনেক মায়া দেখাচ্ছেন। এই রকম নাকি কান্না শুনলে কেমন লাগে!! নাকি নিজেকে সুশীল ভাবতে বা সুশীলের মত উপস্থাপন করতে ভাল লাগে!! ঐশীর লালন-পালনে ত্রুটি, তাকে বুঝতে না পারা, তার বাবার অবৈধ আয় ইত্যাদি বলে বেড়াচ্ছেন। অথচ আরও অনেক পুলিশ আছে যাদের আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই। আপনারা কি তাদের ব্যাপারে কোন পদক্ষেপ নিয়েছেন বা তদন্ত করতে বলেছেন? অনেক রাজনীতিবিদ/ব্যবসায়ী আছেন যাদের পরিবারে হাজার হাজার ঐশী আছে, ঐশী আছে বিনোদন জগতে।
ঐশীর বয়স ১৮ বছরের নিচে তাই তার বিচার করতে হবে শিশু আইনে। এই বয়সে শারীরিক সম্পর্ক করা যাবে, খুন করা যাবে, কিন্তু বিচার করতে হবে শিশু আইনে এবং অপ্রাপ্ত বয়ষ্ক বলে এই বয়সে বিয়েও করা যাবে না। তার ছেলেবন্ধু ছিল অনেক, একসাথে বা আলাদাভাবে যৌনসম্পর্কও থাকতে পারে। (প্রমাণ ছাড়া বলছি বলে আল্লাহ্র কাছে ক্ষমা চাচ্ছি, কাউকে অপবাদ দেয়া ইসলামে নিষেধ আছে এবং এর শাস্তি ভয়াবহ। আমি আসলে সন্দেহ করছি)
দিল্লীর বহুল আলোচিত ধর্ষনের (এবং হত্যা) ঘটনায় ধর্ষনকারীদের একজনের বয়স ১৮ বছরের নিচে বলে প্রমাণ হয়েছে এবং তার বিচার হবে শিশু আইনে।
হত্যা এবং ধর্ষন উভয়ই প্রাপ্তবসষ্কের কাজ। অথচ বিচার হবে শিশু আইনে!! রিডিকুলাস!!
আমার মনে হয় প্রাপ্তবয়ষ্কের লিমিটে সংশোধন আনা উচিৎ। অপরাধের ধরণ বিচারে এর লিমিট ১৫ বা ১৬ করা উচিৎ। আইনে ফাঁক রেখে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না।
বি দ্রঃ উপরের শিরোনামটা শুধু এই পোষ্টের মার্কেটিং এর জন্য, ঐশীকে অপবাদ দেয়ার জন্য নয়।
আল্লাহ্র কাছে ক্ষমা চাই।
ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।