আমাদের কথা খুঁজে নিন

   

ঐশীর জন্য এলিজি

এ রকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই/উত্তরপুরুষে ভীরু কাপুরুষের উপমা হব

যে সন্তানের কথা ভেবে আমরা উদয়াস্ত পরিশ্রম করি, সুখ নামক পাখিটাকে উৎসর্গ করতে চাই সন্তানের ভবিতব্যে, একবারও কি ভেবেছি সেই সন্তান কেন ঘাতক হয়? কেবল নিজের সুখ আর সন্তানের তথাকথিত প্রাচুর্য্যরে কথা ভেবে আমরা নিয়তই দূরে চলে যাই তাদের কাছ থেকে। সেই সন্তান একসময় পায়না কোন স্নেহের আকাশ, নির্ভেজাল ভালবাসা, সে ক্রমাগতই হয়ে যায় হন্তাকারক! ঐশীকে তখন আমরা কেবলই ঘৃণা করি, খুঁজে দেখি না তার মনোজগতের আকাশে কোন ভালবাসার ছায়া নেই। সে তখন স্কুইডের ছোড়া জৈবিক কালির ঘোলাজলে দিশেহারা, চারপাশে কেবলই অন্ধকার। ভালবাসায় সিক্ত সন্তান কখনও কি পিতা-মাতার ঘাতক হতে পারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।