পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের মেয়ে ঐশী রহমানের জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ সকালে মহানগর হাকিম মোঃ আনোয়ার সাদাতের আদালত ঐশীর জামিন নামঞ্জুর করে।
সকালে ঐশী রহমানের পক্ষে ৪টি আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং শিশু-কিশোর আদালতে বিচারের আবেদনের উপর শুনানির সময় বিচারক জানান, ঐশী রহমানের বয়স সংক্রান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তিনি শিশু-কিশোর আদালত হিসেবেই মামলা কার্যক্রম চালাচ্ছেন। এই আবেদনে আবশ্যকতা নেই।
এ ছাড়া ঐশী রহমানের আইনজীবীদের তদন্ত কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন এবং ঐশী রহমান সুস্থ নয় মর্মে মেডিকেল বোর্ড গঠন করে চিকিত্সা সংক্রান্ত আবেদনের আদেশ বিকালে দেবেন বলে আদালত জানান।
এর আগে গতকাল দুপুরে মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান খুনের ঘটনায় রিমান্ড শেষে মেয়ে ঐশী রহমানকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে সন্ধ্যায় প্রক্রিয়া শেষে আদালত থেকে মেয়ে ঐশী রহমান ও গৃহপরিচারিকা খাদিজা খাতুন সুমীকে গাজীপুরের কোনাবাড়ী কিশোরী উন্নয়ন সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।