রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাবা-মা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ঐশী রহমান। আজ শনিবার দুপুরে এই তাকে ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে নেয়া হয়।
জানা গেছে, ঐশী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার সঙ্গে আটক তাদের বাড়ির গৃহকর্মী খাদিজা খাতুন সুমি এবং ঐশীর বন্ধু মিজানুর রহমান রনিকেও আদালতে নেয়া হয়। সুমীও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে রনি দেননি বলে জানান আদালত পুলিশের কর্মকর্তা।
রনিকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়ে নতুন করে আবেদন করেছে পুলিশ। হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে ওই আবেদনের শুনানি হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।