বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম। এ জেলা থেকে প্রথম প্রকাশিত অনলাইন পত্রিকা `কুড়িগ্রাম নিউজ'
কুড়িগ্রামের রৌমারী উপজেলার জামায়াতের সাবেক আমীর মাওলানা শহীদ মাসউদ আহমেদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অবৈধভাবে মহিউদ সুন্নাহ আলীম মাদ্রাসার ৭৮ শতক জমি বিক্রির দায়ে রোববার আদালত এ আদেশ দিয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, অধ্য এবং রৌমারী উপজেলার জামায়াতের সাবেক আমীর মাওলানা শহীদ মাসউদ আহমেদ অবৈধভাবে ২০০৯ সালে মহিউদ সুন্নাহ আলীম মাদ্রাসার ৭৮ শতক জমি বিভিন্ন জনের কাছে বিক্রি করে সমুদয় টাকা আত্মসাত করে। এরই অভিযোগে তৎকালীন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও যাদুর চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বঙ্গবাসী বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে রৌমারী পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করে। মামলায় দীর্ঘদিন জামিনে থাকলেও রোববার ঐ জামায়াত নেতা ও অধ্যক্ষের জামিন না মঞ্জুর করে গ্রেফতারী পরোওয়ানা জারি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএমএ মতিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।