আমাদের কথা খুঁজে নিন

   

কুড়িগ্রামের দুই কেন্দ্রে ভোট চলছে

সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় নিয়মমাফিক ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।  

রৌমারী, রাজিবপুর, উলিপুর ও চিলমারীর কিছু অংশ নিয়ে গঠিত এই আসনের রৌমারী কেরামতিয়া মাদ্রাসা ও চর বন্দবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ভোট হচ্ছে।

কুড়িগ্রামের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবিএম আজাদ জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

ফাইল ছবি

গত ৫ জানুয়ারি সাধারণ নির্বাচনের সময় ব্যাপক সহিংসতায় আটটি আসনের পাঁচ শতাধিক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এর মধ্যে এই দুটি কেন্দ্রও ছিল।

গত ১৬ জানুয়ারি ৭ আসনে পুনঃভোট হয়ে গেলেও হাই কোর্টের স্থগিতাদেশ থাকায় কুড়িগ্রামের দুই কেন্দ্রের সেদিন ভোট হয়নি। সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সোমবার হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে দিলে ভোটের বাধা কাটে।

কুড়িগ্রাম-৪ আসনের ১০৬ কেন্দ্রের মধ্যে এই দুই কেন্দ্রে ভোট রয়েছে ৭ হাজার ২৫৭টি।

৫ জানুয়ারির নির্বাচনে বাকি কেন্দ্রগুলোয় জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. রুহুল আমিন ৩০ হাজার ৫৪৪ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন ২৩ হাজার ৯৪৬ ভোট পান।

সাইকেল ও নৌকা প্রতীকধারী এ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৬ হাজার ৫৯৮ ভোটের পার্থক্য থাকায় দুই কেন্দ্রে নির্বাচন কমিশনকে আবার ভোট নিতে হচ্ছে।

এছাড়া মো. মোত্তালিব হোসেন নামে আরেক স্বতন্ত্র প্রার্থী এই আসনে হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.