আমাদের কথা খুঁজে নিন

   

আরেক মামলায় লিমনের অব্যাহতি ৮ সেপ্টেম্বর

লিমনের আইনজীবী আককাস সিকদার জানান, রোববার ঝালকাঠীর মুখ্য বিচারিক হাকিম আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক শাহীদুল ইসলাম আগামী ৮ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
সকালে আইনজীবীসহ লিমন হোসেন আদালতে হাজির হন।
আইনজীবী আককাস সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার সম্প্রতি লিমনের বিরুদ্ধে দায়ের করা র‌্যাবের মামলা দুটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সেই নির্দেশ মোতাবেক গত ২৯ জুলাই রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠীর বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতে অস্ত্র আইনের মামলায় লিমন অব্যহতি পান।
কিন্তু ঝালকাঠী মুখ্য বিচারক হাকিমের আদালতে বিচারক না থাকায় সরকারি কাজে বাধা দেয়ার মামলায় ওইদিন তাকে অব্যহতি দেয়া হয়নি।
রোববারও এই আদালতে বিচারক না থাকায় দায়িত্বপ্রাপ্ত বিচারক নতুন তারিখ ধার্য করেন।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিতে পা হারান। র‌্যাব এ ঘটনায় লিমনসহ আরো সাত জনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে।
পুলিশ ওই মামলা দুটিতে লিমনসহ আসামিদের অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।