আমি বাংলাকে খুঁজি বহুদূর পথে প্রান্তরে
শেকড়ের টানে ,ভালবাসার অনুভবে অন্তরে,
জোৎস্নায় আলোকিত মেঠো পথে
শীতের মেলা , চরকি আর রথে।
বোশেখে ধান নিয়ে আসা গরুর গাড়ি
পৌষে ঢুলুঢুলু খেঁজুর রসের হাঁড়ি,
শাপলা ফোটা বিল সাদায় ছড়াছড়ি
নতুন বাছুর ঘাসে খাচ্ছে গড়াগড়ি ।
শেয়ালের ডাকে সন্ধে যখন আসে
প্যাকপ্যাক রবে ফিরে ঘরে হাসে,
মেঠোপথের দুধারে গাছদের সাড়ি
মেঘ এলে আকাশে চাঁদ দেয় আঁড়ি।
ঝাঁক বেঁধে উড়ে চলা সাদা সাদা বক
বিলে নেমে মাছ ধরা ,আরো কত সখ!
নৌকা বাইচে ঢুলী আর মাঝিদের গানে
মাতোয়ারা চারিদিক নাচন জাগে প্রাণে।
কলা গাছ সাজিয়ে ব্যাঙদের বিয়ে
কত গীত চলে মেঘ -বৃষ্টিকে নিয়ে,
নদীর জলে বৃষ্টির পরা ফোঁটা
যেন ফুল যার নেই কোন বোঁটা।
বাউলের একতারা আর লালনের সুর
পালাগান,গীত,ভাটিয়ালী মধুর,
সবেতে খুঁজি আমি আমার প্রিয় বাংলা মাকে
এদেশ আমার শিকড়,যেন চির সুন্দর থাকে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।