সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষণীয়।
ভোর হয়নি, আজও হলো না
সকাল বেলা বলে একটা কথা শুনেছি
আবার ভোর বলেও একটা কথা আছে
তাজ্জব বনে যাই, সকাল কাকে বলে
অদ্ভূত ব্যাপার, ভোর হয় কেমনে
কখন, কেমন করে, ভোর বেলাটা কেমন
আমি, এই আমি, ভিক্ষুকের মতো করে নয়
শ্রেফ খালি হাতে, একটু আধটু নুয়ে
একে ওকে জিজ্ঞেস করি
ভোর হয় কেমনে, কখন, কেমন করে
খুব কাছ থেকে কে যেন জবাব দেয়
ভোর। দুপুর কিংবা বিকেল হতে পারতো
শুধুই কেন ভোর, কেন রে
খুকুমণির ওঠাতেও তার যোগাযোগ নেই
তাহলে ভোর ...।
আবার কে যেন বললো
ভোরের দাঁত নেই, জিহ্বা নেই
ডাগর চক্ষু নেই, চোখটিপি নেই
এসব না থাকলেও ভোরকে চেনা যায়
শোন বেখেয়াল!
ভাসমান পতিতারা বাসায় না ফিরলে কি ভোর হয়?
সকাল চিনবি কেমনে!
ভোর হাসে, হাসির শব্দ শুনতে পাই
আবার কান্না করে, শুনতে পাই
ভোর হয়নি, আজও হলো না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।