আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া দিয়ে কোথায় যাবো। মাওয়ার ফেরী বন্ধ।

লোভ লালসার জন্য নয় বরং লোভ লালসার বিপরিতে নিজেকে উৎসর্গ করতে চাই

কাওড়াকান্দি-মাওয়া নৌ রুটে আরো দুটি ফেরি বিকল হয়ে গেছে। এর ফলে এই রুটে বিকল ফেরির সংখ্যা দাড়ালো ৬। এতগুলো ফেরি বিকল থাকায় যানবাহন পারাপারে বিঘ? ঘটছে। পারাপারের অপেক্ষায় কাওরাকান্দি ও মাওয়া ঘাটে ৫ শতাধিক যানবাহন আটকা পড়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি অঞ্চলের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী জানান, শুক্রবার সকালে ফেরি আইটি-৩৯০ ও আইটি ফেরি-৩৯৪ নামের দুটি ফেরি বিকল হয়ে যায়। এর ফলে বর্তমানে বিকল ফেরির সংখ্যা দাড়িয়েছে ৬। তিনি বলেন, "১৪ ফেরির মধ্যে বর্তমানে ৮টি ফেরি দিয়ে কাওড়াকান্দি-মাওয়া রুটে যান পারাপার করানো হচ্ছে। " তিনি আরও বলেন, "নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে বর্তমানে ফেরিগুলোকে মাওয়া-কবুতরখোলা-কাওলিয়ার চর চ্যানেলে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে চলায় আগের চেয়ে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা সময় বেশি লাগছে। " যশোরের বেনাপোল থেকে আসা কাঁচামাল বোঝাই ট্রাকের চালক ফজলুল হক কাওড়াকান্দি ঘাটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত দুদিন ঘাটে বইয়া রইছি।

ফেরির যে অবস্থা, তাতে কোন সময় ঢাকায় কারওয়ান বাজারে যামু জানি না। " বরিশালের পাতারহাট থেকে ঢাকাগামী বাসের যাত্রী দীপা কর্মকার অভিযোগ করে বলেন, "কাওড়াকান্দি ঘাটে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা না থাকায় নারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। যা ভাষায় প্রকাশ করা যায় না। সরকারের উচিত এখানে মেয়েদের জন্য টয়লেট নির্মাণ করা। " পা"ঁচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো.আসাদুল ইসলাম বলেন, "শুক্রবার সকালে নতুন করে দুটি ফেরি নষ্ট হয়ে যাওয়ায় যান পারাপারে চরম বিঘ? সৃষ্টি হচ্ছে।

ঘাটে অনেক গাড়ি আটকা পড়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সে লক্ষে ঘাট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.