আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক নাজিম উদ্দিন মোস্তান আর নেই

রোববার বিকালে মিরপুরের সাংবাদিক কলোনিতে নিজ বাড়িতে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তার ছোট মেয়ে মৌটুসী নাহার মৌ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকাল থেকেই বাবার শরীরের অবস্থা খারাপ ছিল। দুপুরে ঠিকমতো খেতে পারেননি। বিকেল সাড়ে ৪টায় বাবা আমাদের ছেড়ে চলে যান।


২০০৩ সালে একুশে পদক পাওয়া নাজিমউদ্দীন মোস্তান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
নাজিম উদ্দিন মোস্তান দীর্ঘ দিন দৈনিক ইত্তেফাকে ছিলেন। ওই পত্রিকার প্রধান প্রতিবেদক, বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করেছেন তিনি।
নাজিম উদ্দিন দৈনিক সংবাদেও কাজ করেছেন।

‘রাষ্ট্র’ নামে একটি সাপ্তাহিক পত্রিকাও চালাতেন তিনি।
রোববার রাতে সাংবাদিক কলোনিতে জানাজার পর মিরপুর বাংলা স্কুলের পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রবীণ এ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.