প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
তুমি এলে আমার আর কীইবা পাবার থাকে
তোমাকে পেলে আমার কী আর চাওয়ার থাকে।
তুমি অনুকূল হলে নদীরা হয় স্রোতস্বতী
তুমি হাসলে গাছেরাও পায় পুলকিত রতি।
তুমি আমার পাবার শেষ গন্তব্যের ঠিকানা
তোমাকে পেলেই শোধিত হয় জীবনের লেনাদেনা।
১৮.০৮.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।