আমাদের কথা খুঁজে নিন

   

গীবত করার কথা স্বীকার করলেন শেখ হাসিনা



প্রতিপক্ষের বিরুদ্ধে গীবত বা বিষোদগারের কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেছেন, বিরোধী দলের বিরুদ্ধে গীবত করে বক্তব্য দিলে তা মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়। গতকাল গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কয়েক দফা সাংবাদিকদের সমালোচনা করেন। একহাত নেন টকশোতে অংশগ্রহণকারীদেরও। সংবাদ সম্মেলনের শেষদিকে প্রধানমন্ত্রী বলেন, পাটের জীবনচক্র রহস্য আবিষ্কারের ঘোষণাটি ভালোভাবে প্রচার করবেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা তো এসব সাফল্য প্রচার করতে চান না। আমি যখন বিরোধী দলের গীবত করে বক্তব্য রাখি, সেটা ফলাও করে প্রচার করেন। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর এ অনুযোগ শুনে অনেকে মন্তব্য করেছেন, মিথ্যা কথা বলায় পারদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের অজান্তেই একটি সত্য উচ্চারণ করেছেন। এবং তিনি যে বিরোধী দলের গিবত করেন তা স্বীকার করেছেন। উল্লেখ্য, পাট গবেষণায় সাফল্য জানাতে আয়োজিত গতকালের সংবাদ সম্মেলনের সিংহভাগজুড়ে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা, তার পরিবারের সদস্য এবং চারদলীয় জোট সরকারের তীব্র ও তির্যক সমালোচনা করেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.