তপন মাহমুদ। রবীন্দ্রসংগীতশিল্পী, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি। রবীন্দ্রনাথ ঠাকুরের ৭২তম প্রয়াণ দিবস স্মরণে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজন করেছে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান
‘...বন্ধু হে আমার’। |
‘...বন্ধু হে আমার’
প্রতিবছর আমরা বাইশে শ্রাবণেই অনুষ্ঠানটির আয়োজন করি। কিন্তু এ বছর ঈদ ও রমজান মাসের কারণে পিছিয়ে দিতে হয়েছে।
তাই আজ আমরা কেবল সংগীতানুষ্ঠানই রেখেছি এই আয়োজনে।
যাঁরা গাইবেন...
এবার নতুন-পুরোনো মিলিয়ে মোট ৩০ জন শিল্পী একক গান পরিবেশন করবেন। আরও থাকছে ৭০ জন শিল্পীর পরিবেশনায় সম্মেলক গান।
ঐ নূতনের কেতন ওড়ে...
আমরা প্রতিবছরই নতুন প্রতিভাবান শিল্পীদের গান গাওয়ার সুযোগ করে দিই এই আয়োজনে। আমরাও একসময় নতুন শিল্পী ছিলাম।
কালের পরিক্রমায় পুরোনো হয়েছি। আমাদের সময় টেলিভিশন চ্যানেল ছিল কেবল একটি। তাই আমরা পরিচিতিও পেতাম সহজে। কিন্তু এখন অনেক চ্যানেল। নতুন শিল্পীরা হয়তো অনেক চ্যানেলেই গান করেন, কিন্তু সহজে নজর কাড়তে পারেন না।
এ কারণেই নতুন শিল্পীদের পরিবেশনার সুযোগ রাখছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।