আমাদের কথা খুঁজে নিন

   

স্বভাব কবি মুসলিম আলী

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল স্বভাব কবি মুসলিম আলী ছড়া লিখতেন মজার ছড়া তারও চেয়ে লাগতো ভালো নিজের লেখা পুঁথি পড়া। সদালাপি মিশুক ছিলেন ছন্দের জাদুগর সবার সাথে সুসম্পর্ক ছিলো জীবন ভর। হাসি খুশি রঙ্গ রসে জমিয়ে তুলতেন বেশ এখনও মোর কানে বাজে তাঁরই কথার রেশ। আমার সাথে খাতির ছিলো মনের ছিলো মিল খাটি মনের মানুষ ছিলেন দরাজ ছিলো দিল। দেখা হলেই হাসিমুখে কত্তো রকম আলাপ হতো মুসলিম ভাইয়ের মুখোচ্ছবি ভাসবে মনে অবিরতো।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।