আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণীর স্বভাব

জেনকে বোঝা কঠিন, এর মানে এটা বোঝা যে এটা বোঝার জন্য নয় ; জেনকে বোঝা সহজ, এর মানে এটা না-বোঝাই হলো এটাকে বোঝা।

দুজন ভিক্ষু নদীতে তাদের গামলা ধৌত করার সময় একটি বিছাকে জলে ডুবে যেতে দেখলেন। একজন দ্রুত বিছাটিকে তুলে তীরে রেখে এলেন। এ কাজ করতে গিয়ে ভিক্ষু হুলের গুতাও খেলেন। ফিরে এসে তিনি গামলা ধোয়ায় মন দিলে আবারো বিছাটিকে ডুবে যেতে দেখলেন। আবারও ভিক্ষু বিছাটিকে রক্ষা করলেন এবং পুনর্বার হুলের গুতা খেলেন। এবার অন্য ভিক্ষুটি বললেন, ‘বন্ধু, কেন তুমি বারবার বিছাটিকে বাঁচাতে যাচ্ছ, যেখানে তুমি জানই যে এর স্বভাবই হলো হুল ফোটানো?’ ‘কারণ, বাঁচানোটা যে আমার স্বভাব’, উপকারি ভিক্ষু জবাব দিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.