রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি
"থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা
বাঘে মোষে জল এক ঘাটে খাবেনা
স্বভাব তো কখন ও যাবেনা"
এটি একটি গানের প্রথম কয়েক লাইন
আমাদের বাঙ্গালিদের স্বভাবের কিছু বেপার কখন ও বদলায় না।যেখনে যে কাজটা করতে না করবেন সেটাই বেশি করে করবে ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হতে বললে তারা নিচ দিয়ে পার হবে , যে খানে লেখা থাকবে এখানে প্রস্রাব করবেন না তারা মনে করবে এটাই প্রস্রাব করার জায়গা। এমন আরও অনেক কিছু আছে বাঙ্গালির স্বভাবের অংশ এরকম কিছু আপনারা বলে দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।