হট নিউজ
পাবনার ঘটনার পর পর একাধিক সিভিল সার্জন কার্যালয়ে হামলা হয়েছে। এর পর থেকে মাঠ প্রশাসনে কর্মকর্তাদের মধ্যে আতংক বিরাজ করছে। শুধু মাঠ প্রশাসনে নয়, রাজধানীতেও নানা হুমকি-ধমকি হামলার ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার বক্তব্যের তিন দিনের মধ্যে সরকার দলীয় কর্মীদের ধাওয়া খেতে হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে। হামলার কারণে বিভিন্ন বিভাগে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে।
আবার উন্নয়ন কাজ করতে দরপত্র আহবানও বন্ধ রাখা হচ্ছে বলে জানা যায়। রাজধানীতে সেবামূলক একটি প্রধান কার্যালয়ের চেয়ারম্যান সরকার দলীয়দের হাতে একাধিকবার লাঞ্ছিত হয়ে এখন পুলিশ প্রহরায় চলছেন। ঢাকা সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান, কোনো দরপত্র আহবান করার আগে আইন-শৃক্মখলা বাহিনীকে খবর দেয়া হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দরপত্র আহবান করতে গিয়েও পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হচ্ছে না। খাদ্য ভবনে ইতোপূর্বে একাধিকবার টেন্ডার ছিনতাই, আইন-শৃক্মখলা বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
একই অবস্থা বিভিন্ন দফতর-অধিদফতরে। সরকার দলীয়দের দাপটে প্রশাসন কোনঠাসা। টেন্ডারবাজির কারণে প্রশাসনে আরো আতংক বিরাজ করছে। সরকার দলীয়দের টেন্ডারবাজির সাম্প্রতিক কিছু খবর হচ্ছে- প্রথম আলো ৬/৫/১০ ‘টেন্ডারবাজি, ছিনতাইসহ নানা অপকর্মে ছাত্রলীগ নামধারীরা', ২৩/৫/১০ জনকণ্ঠ ‘টেন্ডারবাজি চাঁদাবাজিতে তদন্ত নেটে শত নেতা', ইত্তেফাক ২০/৫/১০ ‘অস্ত্রের মুখে টেন্ডারের কাগজপত্র ছিনিয়ে নিয়েছে যুবলীগ নামধারীরা (রংপুর মেডিকেল)', ৩১/৫/১০ ইত্তেফাক ‘রূপগঞ্জে টেন্ডারের টাকা ভাগাভাগি নিয়ে যুবলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৭ : ২ জনের অবস্থা আশংকাজনক', ১৪/৭/১০ জনকণ্ঠ ‘বাণিজ্য-সিন্ডিকেটে বন্দি ছাত্রলীগ, কাটছে না মন্দ ভাবমূর্তি', ৪/৮/১০ আমার দেশ ‘নগর ভবনসহ ডিসিসির ১০ অঞ্চল তিন এমপিসহ যুবলীগ নেতাদের নিয়ন্ত্রণে'। অর্থাৎ যেখানেই টেন্ডার, নিয়োগ, সেখানেই সরকার দলীয়দের দাপট।
তাদের কথা শুনতেই হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।