আমাদের কথা খুঁজে নিন

   

কাঙাল মামার ৩ বছর ও ১০০তম পোস্ট

একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই

কিভাবে কিভাবে যেনো ৩টা বছর এইখানে পার করে দিলাম। বেশ বড় লম্বা একটা সময়। এই সময়ে মানুষের কাছ থেকে যে ভালোবাসা বা সাহায্য পেয়েছি সেটা ভূলার নয়। বিশেষ করে, আমার কাছ থেকে সাহায্য পেয়ে অনেকের করা "মামা, আপনে খালি নামেই কাঙাল, কামে না" কমেন্টটার কথা অনেকদিন মনে থাকবে। আসেন কথা বাড়ানোর আগে একটু স্ট্যাটিসটিক্স দেখি.. পরিসংখ্যান কথা বলে:::.. প্রথম এক বছর পোস্ট করেছেন: ৩০টি মন্তব্য করেছেন: ১১৩৩টি মন্তব্য পেয়েছেন: ৯৩০টি ব্লগ লিখেছেন: ১ বছর ১ সপ্তাহ ব্লগটি মোট ২০২৫৭ বার দেখা হয়েছে দ্বিতীয় এক বছর পোস্ট করেছেন: ৭০টি মন্তব্য করেছেন: ৩৯৩৩টি মন্তব্য পেয়েছেন: ৩১৩১টি ব্লগ লিখেছেন: ২ বছর ১ সপ্তাহ ব্লগটি মোট ৬০৫১২ বার দেখা হয়েছে তৃতীয় এক বছর পোস্ট করেছেন: ১০০টি মন্তব্য করেছেন: ৬০২৬টি মন্তব্য পেয়েছেন: ৪৮২০টি ব্লগ লিখেছেন: ৩ বছর ১ সপ্তাহ ব্লগটি মোট ১৪৫১৫২ বার দেখা হয়েছে ৩য় বছরে হিট হটাৎ করে এত বেড়ে যাওয়ার কারন হচ্ছে আমি এমন সব পোস্ট তখন দিয়েছিলাম যেগুলা ২০~২৫০ ব্লগার শোকেসে নিয়েছিলো।

পরে দেখি মানুষ ফেসবুকে আমার পোস্টের লিংক শেয়ার করে এবং আরেকটু চুড়ান্ত পর্যায়ে গিয়ে দেখতে পেলাম মানুষ তাদের সাইটে আমার পোস্ট আমার নাম ছাড়া কপি পেস্ট করে!! বাস্তব জীবনের মত ব্লগেও আমি অনেক লেট। একটা পোস্ট হবার অনেক পর সেটা আমি দেখি আর কমেন্ট করি। তবে সবচেয়ে ভালো লাগে যখন আমি কমেন্ট করার পর নিচে অনেকেই আমার কমেন্ট কপি পেস্ট করে!! আজকাল পোস্ট দেয়ার কিছু পাই না। অবশ্য আগেও কিছু পাইতাম না, এই জন্যই ৩বছরে ১০০ পোস্ট! মাঝে মাঝে আনকমন জোসিলা গান পোস্ট করতে মন চায়, পোস্ট করার আগে সার্চ করে দেখি বিষাক্ত মানুষ বছর আগেই সেটা পোস্টায় ফেলছে। বিশ্বে কোটি ব্লগার থাকলেও আমি ব্লগার হিসাবে বেশ গর্বিত।

আমি রাস্তায় একটা অনিয়ম দেখলে হয়তো প্রতিবাদ করতে পারি না, আমি গ্রামীনফোন বা সরকারের দুর্নীতি নিয়ে গলাবাজী করতে পারি না, কিন্তু এই ব্লগে সেটা নিয়ে লিখতে পারি, আরো ১০জন কে সতর্ক করে ১০ জনের মাঝে প্রতিবাদের ভাষা ফোটাতে পারি। এখানই স্বার্থক আমি, আমার লেখা। প্রথম পোস্টে করা প্রথম কমেন্ট ত্রিভূজের। আমার একজন প্রিয় ব্লগার যদিও ব্লগের খুব কম মানুষই উনাকে পছন্দ করে!! বাকি ৩ জন হলেন লোকালটক, কালপুরুষ আর চিকনমিয়া। আমার অধিকাংশ প্রিয় ব্লগারই অবশ্য এখন আর লিখে না যাদের লেখা দেখে একসময় সামুতে রেজিস্ট্রেশন করেছিলাম।

২য় বছরে শোকেসের সব পোস্ট একসাথে করে একটা পোস্ট দিয়েছিলাম যেটা কিনা আবার ৮০ জন শোকেসে নিছে! ১ বছরের মাথায় শোকেস আবার ভরে গেছে। এগুলাকে আবার সাইজ করতে হবে, যদিও সময় পাচ্ছি না। আমার আরেকটা অদ্ভূত সমস্যা আছে। আমি হোমপেজে পোস্টের টাইটেল আর কয়েকলাইন দেখে পোস্ট বিচার করি। এমনকি ব্লগারের নামটাও দেখি না।

যদি টাইটেল আমাকে টানতে না পারে তাহলে পোস্টে ঢুকি না। ফলে দেখা যায় অনেক পরিচিত ব্লগারের পোস্ট মিস হয়ে যায়। কমেন্টের ব্যাপারেও আমি কৃপন। পোস্টটা পড়েই ট্যাব অফ করে দেই। এখন কেউ যদি ভাবে আমি তাদের ব্লগে যাই না বা তাদের খোজ খবর রাখি না, সেটা ভূল।

আমার আসল নাম শুভ। এটা অবশ্য আমার ব্লগের লিংক(shuvo666) দেখলেও বুঝা যায়। ব্লগার সাইফুর ডাকেন শুভি বলে আর অনেকেই সংক্ষেপে ডাকেন কা.মা. বলে। রাতমজুর একবার এই নিকের রহস্য জিজ্ঞাসা করছিলেন। রহস্য কিছু নাই।

একটা সময় কারো ভালোবাসা পাওয়ার জন্য কাঙাল হয়ে থাকতাম, এখন অবশ্য সেই সময় নাই। আর সবাই যাতে মামা ডাকতে পারে তাই লেন্জায় একটা মামা লাগাইছিলাম, গন মামা হওয়ার খায়েশ। এভাবেই তৈরী হইছিলো নিক "কাঙাল মামা"। আর ব্লগার কাঙাল মামা তৈরী হইছে আপনাদের ভালোবাসায়। ভালোবাসার এই ব্যাপারটা অবশ্য আমার গত পোস্টে বলে ফেলছি।

ব্লগে আমার আরো কয়েকটা নিক ছিলো। এদের মূল কাজ মডারেশন আর মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করা যেগুলা "সুশীল কাঙাল", যে কিনা প্রায়ই স্ব-নিকে ব্লগ আড্ডায় যায়, তার পক্ষে বলা সম্ভব ছিলো না। এখন অবশ্য সব লগইন ব্যান খাইয়া বসে আছে। সামনে নতুন কোনো নিক নিয়ে মাঠে নামার সময় নেই। ব্লগে আরেকটা নিক আছে "কাঙাল", ঐটা আমি না।

যাই হোক, সবাইরে ধন্যবাদ। যারা এতদিন সাথে ছিলেন, সাপোর্ট দিছেন, নামে বেনামে ব্লগ ভিজিট করছেন - সব্বাইকে। এরকম আরো কয়েকটি বছর যেনো আপনাদের সাথে কাটতে পারি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।