আমাদের কথা খুঁজে নিন

   

কাঙাল

শঙ্খপাপ আমার

এলোমেলো ইচ্ছাগুলোকে বেঁধে রাখার জন্য একটা বাক্স কিংবা থলে খুঁজছি; কষে বাঁধবো আমি, তারপর কলসে ভরা দৈত্যের মত সাগরের অন্ন। "সাগর সইতে পারবে তো?" শুধাই মম অর্ন্তযামী। কি জানি বাপু, আজকাল অহরহ শুনি নদী হারাচ্ছে নব্যতা উপচে পড়ছে বঙ্গোপসাগর - বিলীন প্রায় মনগাঁ। লোকালয়ে ইদানীং বাঘের পদক্ষেপ কমতি অনেকটা, পঞ্চ রিপুর পাপই অনিষ্টকারী; জাত গেল হতভাগা। বাক্স পেলুম ঠিকই, দামটা বেশি মনে লয় আমার! "কি সওদাগর, মেরে ফেলবে নাকি একদানেই?" তোমাকে ত্যাগ করলেই আর কিছু থাকে না জ্বলার। না, এ মানার নয়; তোমার দামটা ঢের বেশি হয়ে গেল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।