আমাকে খুন করো, বিশ্বস্ত বন্ধুরা আমার!
ওহে (হরি) দিন তো গেল, সন্ধ্যা হল, পার কর আমারে |
তুমি পারের কর্তা, শুনে বার্তা, ডাকছি হে তোমারে ||
আমি আগে এসে, ঘাটে রইলাম বসে
( ওহে, আমায় কি পার করবে নাহে, আমায় অধম বলে )
যারা পাছে এল, আগে গেল, আমি রইলাম পড়ে ||
যাদের পথ-সম্বল, আছে সাধনার বল,
( তারা পারে গেল আপন বলে হে )
( আমি সাধনহীন তাই রইলেম পড়ে হে )
তারা নিজ বলে গেল চলে, অকুল পারাবারে ||
শুনি, কড়ি নাই যার, তুমি কর তারেও পার,
( আমি সেই কথা শুনে ঘাটে এলাম হে )
( দয়াময় ! নামে ভরসা বেঁধে হে )
আমি দীন ভিখারী, নাইক কড়ি, দেখ ঝুলি ঝেড়ে ||
আমার পারের সম্বল, দয়াল নামটি কেবল,
( তাই দয়াময় বলে ডাকি তোমায় হে )
( তাই অধমতারণ বলে ডাকি হে )
ফিকির কেঁদে আকুল, পড়ে অকূল সাঁতারে পাথারে ||
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।