আমাদের কথা খুঁজে নিন

   

কাঙাল

খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

লঝ্ঝড় নেট কানেকশান লইয়া মহা বিব্রতকর অবস্থায় দিন কাটাইতেসি,কমপেলেন কইরা কইরা মাথা ঘুরাইন্না বেমারে ধরসে, তাও নেট ঠিক হয় নাই (আম্মাআআ) । একখান পাতা কুনোমতে খুল্লে পরের পাতা খোলে পরের দিন। লেখালেখি সব শিকায়, আমি বেড়ালও না যে আমার ভাগ্যে শিকা ছিঁড়বে।

দুষ্কের কথা কইলে রাইত পার হইয়া যাবে, দুষ্জু ফুরাবে না। কাজেই দুষ্কু আপাতত থাক, পরে কুনো একসময় কওন যাইব। কিন্তু এইডা কি হইল??? কাঙাল? আর আমি??? খানিক আগেও একবার ব্লগে ঢুকসিলাম, তখন অব্দি সব ঠিকঠাক ই তো আসিলো! হেতেয় ছাড়া এই কাম আড় কারুর না, লাগাও ফোন! কিন্তু আই এস ডি কইরা চিল্লামু? তেনার পাটায় গিয়া দেখি তিনি নিজেও কাঙাল! অ্যাঁ! আবার নিক ও দেখি এক, কথামালা! হইলডা কী বান্দার? মিসকল দিমু? কলব্যাক করলে জিগান যাইব ঘডনা কী! পয়লা পাতায় গিয়া দেখি পোষ্টের ছড়াছড়ি কাঙাল লইয়া!!! শেষমেষ এইডাই বাকি আসিলো। কাঙাল নামকরনের। আমি শাহজাদী।

হাতি নাই, ঘোড়া নাই। সব ঠিকাছে। কিন্তু কাঙাল???!!! (খাইয়ালামু) (খাইয়ালামু) (খাইয়ালামু)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।