২০০৮ সালের ১৫ মে কাঙাল ভাই একটা পোস্ট দিয়েছিলেন। সংবাদপত্র গুলোর সার্কুলেশন নিয়ে। দীর্ঘদিন এ বিষয়ে তিনি আর পোস্ট দেন না। অথবা আমার চোখে পড়ে না। তবে কাঙাল ভাইয়ের কাছে অনুরোধ বর্তমানে সার্কুলেশনের চিত্র তুলে ধরে একটা পোস্ট দিন।
সাথে আর একটা কথা। টপ টেন না দিয়ে টপ ২০ এর চিত্র দিলে ভাল হবে। কাঙাল ভাইয়ের পুরোনো পোস্টটা দিয়ে দিলাম। এটা ২০০৮ সালের এপ্রিল মাসের চিত্র।
বিজ্ঞাপনী সংস্থায় কাজ করার সুবাদে প্রতিনিয়ত দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সাথে যোগাযোগ রাখতে হয়।
কার কি অবস্থা, অবস্থান, তা নিয়েও জরিপ করতে হয় অনেক রকম। এপ্রিল মাসে কোন বাংলা পত্রিকার সার্কুলেশন কেমন তা এখানে প্রকাশ করলাম। যদিও এটা খুবই গোপনীয়, তবুও ব্লগে বন্ধুদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না।
১) প্রথম আলো .................. ৩,৩৫,০০০ কপি
২) যুগান্তর ....................... ১,৩৫,০০০ কপি
৩) ইত্তেফাক ..................... ১২৫,০০০ কপি
৪) সমকাল ....................... ১২০,০০০ কপি
৫) নয়াদিগন্ত ..................... ১০০,০০০ কপি
৬) আমার দেশ ....................৭৫,০০০ কপি
৭) জনকণ্ঠ .........................৩৫,০০০ কপি
৮) যায়যায়দিন ................... ২২,০০০ কপি
৯) ইনকিলাব ...................... ২১,০০০ কপি
১০) মানবজমিন .................. ২০,০০০ কপি
টপ টেনের অবস্থান মোটামুটি এরকম। প্রকৃত সার্কুলেশন ৫ থেকে ১০ পার্সেন্ট পর্যন্ত উঠানামা করতে পারে।
মাঠপর্যায় থেকে সংগৃহীত ডাটা থেকে এই তথ্য সংগৃহীত। ব্লগের বন্ধুরা আমাদের নিজস্ব উপায়ে সংগ্রহ করা এই গোপনীয় তথ্য অন্য কোথাও প্রকাশ করবেন না, এটাই প্রত্যাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।