মনের,
সঙ্গোপন কোনে জমে ওঠা ভালোবাসার শ্যাওলা
ধুয়ে মুছে তকতকে করে ফেলি নিরুচ্চারে।
শ্যাওলা কিংবা মনের চিৎকার
শুনতে পাইনা,
কিংবা জানতে চাইনা।
কালো চশমায় চোখ রেখে,
বৃষ্টির পথ ঢেকে দিতে চাই অপ্রাসংগিক রোদেলা দুপুরে।
প্রানবন্ত আচরণে ভরে তুলি
দশ দিকে ছড়িয়ে থাকা বিষাদ পাত্রের শুণ্যতা।
তবু,
পাতার ফাঁক গলে নেমে আসা জোছনা
খেলা করে একই মনের কোনে, জল জমা শ্যাওলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।