আমি আমিই, অন্য কেউ নই!!!
ডাকঘর চাহিয়া যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন পত্র
বরাবর
মহাপরিচালক,
মাননীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ,
ঢাকা, বাংলাদেশ।
বিষয়ঃ এলাকায় ডাকঘর চাহিয়া যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন পত্র।
মহাশয়,
আমরা ঢাকার ধানমন্ডি এলাকার অধিবাসী। আমাদিগের এলাকায় যোগাযোগের জন্য সর্বপ্রকার মাধ্যম রহিয়াছে। আমাদিগের প্রতিটি পরিবারের ন্যুনতম একট করিয়া মটর চালিত শকট রহিয়াছে, তদুপরি দু' মিনিটের হাঁটা পথ পরিক্রমন করিয়া আমরা গন-যোগাযোগের জন্য বাহনে চড়িয়া গমনাগমন করিতে পারি।
আমাদিগের প্রতিটা অষ্টাদশ বর্ষীয়/বর্ষীয়া প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারীর জন্য ন্যুনতম একটি করিয়া কোষায়িত দূরালাপনি(সেলুলার ফোন) রহিয়াছে, যাহার মাধ্যমে আমরা যে কোন সময় যে কাহারো সহিত বাক্যালাপ করিতে সক্ষম। আমাদিগের প্রতিটা বাটীতে এক/একাধিক দূরদর্শন যন্ত্রের কল্যানে আমরা যে কোন সময় যে কোন সংবাদ পাইতে সক্ষম। তদুপরি ঘরে ঘরে বিবিধ যন্ত্রগনক ও তাহাতে আন্তর্জালীয় সংযোগের কল্যানে স্ব-স্ব চাহিদা মাফিক সংবাদ প্রেরণ ও গ্রহন করিতে সক্ষম। আন্তর্জালীয় সংযোগের কল্যানে বিদ্যুতায়িত পত্রের মাধ্যমে যে কাহারো সহিত পত্র যোগাযোগ এখন আমাদিগের জন্য কী-বোর্ডে চাবি টিপিয়া লিখিবার অপেক্ষা মাত্র। এতদঃ যোগাযোগের সুবিধাদি সত্বেও আমাদিগের ধানমন্ডি আবাসিক এলাকায় কোন ডাকঘর নেই।
ধানমন্ডি আবাসিক এলাকার অভ্যন্তরে শতাধিক ইংরেজী মাধ্যমীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মহা বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় রহিয়াছে। আর সেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগনিত শিক্ষার্থী শিক্ষাগ্রহন করিয়া থাকে। কিন্তু পাঠগ্রহনের প্রাক্কালে তাহারা আমাদিগের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ঠিক মতো শিখিতে পায় না। তাহাদিগের সমাজ বিজ্ঞান অথবা সোশ্যাল সায়েন্স পুস্তকে তাহারা ডাকঘর ও তাহার মাধ্যমে টিকিটা সাঁটিয়া প্ত্র প্রেরণের ইতিহাস পাঠ করে, টরেটক্কার মাধ্যমে টেলিগ্রাফ ও টেলিগ্রাম প্রেরণের ইতিহাস পাঠ করে। কিন্তু ডাকঘর চাক্ষুস করিয়া চক্ষু-কর্ণের বিবাদ ভঞ্জন করিতে হইলে তাহাদিগকে অদূরবর্তী নিউমার্কেট এলাকার ডাকঘর ও তাহার নিকটবর্তী টেলিগ্রাম কেন্দ্র পরিদর্শনে যাইতে হয়।
আর বর্তমানে ঢাকা মহানগরে যোগাযোগ ব্যাবস্থা যেইরূপ যানজটে স্থবির হইয়া পড়িয়া থাকে, তাহাতে এইসব ব্যাস্ত শিক্ষার্থীদিগের ডাকঘর পরিদর্শনে যাইতে বিপুল পরিমান সময় চলিয়া গিয়া তাহাদিগের প্রাইভেট টিউশনের বিপুল ক্ষতি হইয়া যায়
এতএব,
মহাশয়ের নিকট আমাদিগের আকুল আবেদন, আমাদিগের ধানমন্ডি আবাসিক এলাকায় একটি ডাকঘর স্থাপন করিয়া আমাদিগের মহান ঐতিহ্য রক্ষা করিয়া আমাদিগের কোমলমতি শিশু শিক্ষার্থীদিগের ঐতিহ্য সম্পর্কে সচেতন হইবার পথে সহায়তা করিয়া আমাদিগকে বাধিত করুন।
বিনীত নিবেদক
ধানমন্ডি এলাকাবাসীর পক্ষ হইতে
থাবা বাবা।
তাং - ধানমন্ডি,ঢাকা,
১৩ই অক্টোবর
২০০৯ খৃষ্টাব্দ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।