আমাদের কথা খুঁজে নিন

   

অনিবার্য ডাকঘর

কবিতা

একটি ঘরের মধ্যে কী থাকে দরোজার পর দরোজা ভেতরে বাইরে প্রতিশ্রুত জানালা জানালার প্রতিটি শিকের ফাঁকে সমস্ত আলোক গ্রহের নিভৃত যাতায়াত একটি ঘরের মধ্যে কী থাকে পর্বত কঠিন পাথর খুঁটি সীমাহীন সাত আকাশ সামান্য একটি আলমিরার খোঁপে গোটা সৃষ্টি জগত ক্রমশ ঢুকে পড়ে একটি ঘরের মধ্যে কী থাকে অপেক্ষমান পায়রার পৃথিবী রাতের ভেতর ঘুমের নগর দিনের ভেতর দিনের প্রবাহ ছড়িয়ে যায় এই আবাসিক মগজগুলোর জন্য কেবল এই একটি ঘরের মধ্যেই থাকতে পারে হৃদয় এবং সময়ের অনিবার্য ডাকঘর এবং সময়ের অপরিহার্য ইতিহাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।