আমাদের কথা খুঁজে নিন

   

ডাকঘর বিষয়ক কবিতা



চিঠি হাতে ডাকঘরের বারান্দায় দাড়ানো উৎকনিঠত, রোদে পোড়া মানুষদের ভেতর দাড়িয়ে থাকি প্রতিদিন। লাইন এগিয়ে যায়। চিঠি ফেলে আসি ডাকবাক্সে। আমি জানি এচিঠির কোনো উত্তর আসবেনা। কেননা যেখানে চিঠি পাঠাই তার ঠিকানা জানিনা আমি ।

চিনিনা তাকে যার কাছে চিঠি লিখি। এভাবে দিনের পর দিন, অক্লান্ত... ভাবী কোনো একদিন এই সব অজানা ঠিকানা থেকে অচেনা কেউ একজন লিখবেন। তিনি চিঠি পেয়েছেন। সেদিন থেকে আমি আর ডাকঘরে আসবোনা। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।